বরাবর,
চেয়ারম্যান সাহেব,
১৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ।
মতলব উত্তর, চাঁদপুর।
বিষয়ঃ অভিযোগ।
বাদী বিবাদী
আয়নাল হক বেপারী ১। নোয়াব মিয়া
পিতাঃ মৃত বারেক বেপারী ২। বাবলু মিয়া
গ্রামঃ রায়পুর ইসলামাবাদ সর্ব পিতাঃ মৃত আঃ আজিজ প্রধান
ডাকঘরঃ সুজাতপুর বাজার ৩। দারম্নল মিয়া
মতলব উত্তর, চাঁদপুর। পিতাঃ চুন্নু মিয়া
ডাকঘরঃ সুজাতপুর বাজার
মতলব উত্তর, চাঁদপুর।
জনাব,
যথা বিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী আয়নাল হক বেপারী পিতাঃ মৃত বারেক বেপারী, গ্রামঃ রায়পুর ইসলামাবাদ, ওয়ার্ড নং-০৪, মতলব উত্তর থানার চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা। আমি আপনার নিকট একটি অভিযোগ করার জন্য আবেদন করতেছি যে, গত ২ মাস আগে বিবাদীর বাড়ীর সঙ্গে আমার বাড়ী মাপ হয় সেখানে এলাকার গন্যমান্য লোক ছিলেন। সার্ভায়ারে সঠিক কোন মাপ না দিতে পারায় বিচারক গন যার দÿল সূত্রে থাকার নির্দেশ দেয় এবং বিবাদীকে বলে যে সঠিক মাপ না হওয়া পর্যমত্ম কেই কারো জায়গা দখল করতে পারবে না। কিন্তু বিবাদী বিচারকগনের রায় না মেনে গত ১৮/০৪/২০১৫ ইং জোর পূর্বক ভাবে আমার বাড়ির জায়গা দÿল করার জন্য পিলার গাতে। আরও উলেস্নখ থাকে যে বাড়ী মাপার জন্য ৫ থেকে ৬ বার আমিন আনা হয়। তারাও কোন সমাধান দিতে পারে নাই। এমতবস্থায় সঠিক মাপ না হওয়া পর্যমত্ম বিবাদী যেন আমার বাড়ীতে দÿল না করতে পারে। তা ব্যবস্থা নেওয়ার জন্য আপনার কাছে সরনাপন্ন হলাম।
অতএব, উপরোক্ত বিষয় বিবেচনা করিয়া আমাকে সুষ্ঠু সমাধান দেওয়া জন্য চেয়ারম্যান মহোদয়ের নিকট আবেদন করছি।
বিনীত
তাং ১৯/০৪/২০১৫ ইং
আয়নাল হক বেপারী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস